এসি ও ডিসি কারেন্ট এর তুলনামূলক পার্থক্য:


১। উৎসঃ Source 
এসি সার্কিটঃ এসি জেনারেটর উৎস হিসেবে ব্যবহৃত হয়।
ডিসি সার্কিটঃ ডিসি সার্কিটে উৎস হিসেবে ব্যটারী বা ডিসি জেনারেটর ব্যবহৃত হয়।

২। উপাদানঃ Parameters
এসি সার্কিটঃ এসি সার্কিটে প্যারামিটার হিসেবে
রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স ব্যবহার করা হয়।
ডিসি সার্কিটঃ ডিসি সার্কিটে প্যারামিটার হিসেবে শুধুমাত্র রোধ ব্যবহার করা হয়।

৩। সরবরাহ ফ্রিকুংয়েন্সিঃ
এসি সার্কিটঃ ফ্রিকুয়েন্সির প্রভাবে ইন্ডাকট্যান্স ও
ক্যাপাসিট্যান্স এর মান বাড়ে ও কমে।
ডিসি সার্কিটঃ ফ্রিকুয়েন্সির কোন প্রভাব নেই।

৪। যোগ-বিয়োগঃ Calculation
এসি সার্কিটঃ ভোল্টেজ ও কারেন্টের মধ্যে 90 ডিগ্রি ফেজ পার্থক্য থাকে বলে ভোল্টেজ ও কারেন্টসমূহ গানিতিক ভাবে যোগ বিয়োগের পরিবর্তে ভেক্টর যোগ বা বিয়োগ করতে হয়।
ডিসি সার্কিটঃ ভোল্টেজ ও কারেন্ট সমূহকে গানিতিকভাবে যোগ বিয়োগ করা যায়।

৫। রূপান্তরঃ
এসি কারেন্টঃ রেকটিফায়ারের সাহায্যে এসি
কারেন্টকে ডিসি কারেন্টে পরিবর্তন করা যায়।
ডিসি কারেন্টঃ ডিসি কারেন্টকে সহজে এসি
কারেন্টে রূপান্তর করা যায় না। গেলেও কষ্টসাধ্য
ও ব্যায়বহুল।

৬। সরবরাহ হ্রাস বৃদ্ধিঃ
এসি কারেন্টঃ এসি কারেন্টকে ট্রান্সফর্মারের সাহায্যে সরবরাহ ভোল্টেজকে কমানো বা বাড়ানো যায়।
ডিসি কারেন্টঃ ডিসি কারেন্টের সরবরাহ ভোল্টেজকে কমানো বা বাড়ানো যায় না।

৭। রেগুলেশনঃ
এসি কারেন্টঃ এসি কারেন্টে ভোল্টেজ ড্রপ
বেশি হয় বিধায় রেগুলেশন ভাল হয় না।
ডিসি কারেন্টঃ ডিসি কারেন্টে ভোল্টেজ ড্রপ কম
হয় বিধায় রেগুলেশন ভাল।

৮। উৎপাদনঃ
এসি কারেন্টঃ সর্বোচ্চ উৎপাদিত ভোল্টেজ 16500 ভোল্ট।
ডিসি কারেন্টঃ সর্বোচ্চ উৎপদিত ভোল্টেজ 1500 ভোল্ট।

এখন আশা করি আপনারা এসি কারেন্ট ও ডিসি কারেন্ট এর পার্থক্যটা বুঝতে পেরেছেন।

এসি কারেন্টের কিছু বড় অসুবিধা হলঃ
১। এসি কারেন্ট এর সাহায্যে ব্যাটারী চার্জ করা যায়না।
২। ইলেকট্রোপ্লেটিং এর কাজে এসি কারেন্ট ব্যবহার করা যায় না।
৩। স্ত্রিন ইফেক্ট সমস্যা হয়।
ইত্যাদি।

[তবে ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে সাধারনত ডিসি
কারেন্ট ব্যবহৃত হয়। এক্ষেত্রে ব্যাটারী ব্যবহার
করা হয় কিংবা ট্রান্সফর্মার ও রেকটিফায়ারের সাহায্যে এসি কে ডিসি তে রূপান্তর করে ব্যবহার করা হয়।]

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের সনদের মান কিসের সমমান ?"

IPS এবং UPS এর মধ্যে পার্থক্য:

ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর