"ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের সনদের মান কিসের সমমান ?"

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী বিষয়ক তথ্য-

অনেকেরই আলোচনা সমালোচনার বিষয়-
"ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং" পড়ুয়াদের সনদের মান কিসের সমমান ?
.
বেশির ভাগ লোকই বলেন এইচএসসির সমমান |
অথচ তারা প্রমাণ হিসেবে কিছু প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি ছাড়া আর কিছুই উপস্থাপন করতে পারছেন না | অথচ বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সরকারি ওয়েবসাইট ঘুরে দেখা যায় যে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের মান গ্রেড-১৪ যেখানে এইচএসসি’ র মান গ্রেড-১২ | এবং অনার্সের মান গ্রেড-১৬ |

এছাড়া এইচএসসিকে দেখানো হয়েছে মাধ্যমিক শিক্ষা স্তরে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কে দেখানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের মাঝামাঝি স্থানে |
.
এবার আসি চাকরি ক্ষেত্রেঃ-
একজন এইচএসসি সনদ-ধারী তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরিতে প্রবেশ করেন,
বেতন স্কেল – মূল বেতন ৯৩০০/-,
সর্বসাকুল্যে ২২৪৯০/- এবং তাকে সারাজীবন একই পদে চাকরি করে যেতে হয় অর্থাৎ তার কোন
পদোন্নতি হয় না |
আর একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে চাকরিতে প্রবেশ করেন |
বেতন স্কেল- মূল বেতন ১৬০০০/– সর্বসাকুল্যে ৩৮৬৪০/-
তারা ক্রমে ক্রমে পদোন্নতি পেয়ে প্রথম শ্রেনীর কর্মকর্তা হতে পারেন | যা সাধারণ শিক্ষায় শিক্ষিত কাউকে পেতে হলে অন্ততপক্ষে অনার্স অথবা মাস্টার্স সম্পন্ন হতে হয় |
.
অনেকেই আবার বলেনঃ-
আমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে আবার  বিএসসি ইঞ্জিনিয়ারিং এ পড়ি তবে জেনারেলদের চেয়ে আমাদেরকে দুই বছর বেশি সময় ব্যয় করতে হয় |
হ্যাঁ কথা সত্য |
তবে এখানে আপনি দুটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাচ্ছেন ।
১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ।
এছাড়াও ইঞ্জিনিয়ারিং বিষয়ে অভিজ্ঞতার দিক থেকে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন ।।
।।
।।
" ইঞ্জিনিয়ার এম. আই. সৌরভ " 

মন্তব্যসমূহ

  1. যারা ডিপ্লোমা ইন্জিনিয়ার তারা কি প্রাইভেট ডিগ্রি ভর্তি হতে পারে???

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইঞ্জিনিয়ার কাকে বলে...???

IPS এবং UPS এর মধ্যে পার্থক্য: