IPS এবং UPS এর মধ্যে পার্থক্য:

আইপিএস এবং ইউপিএস এর মধ্যে পার্থক্য কি? এই প্রশ্ন সবার মধ্যেই কম বেশি আছে বিশেষ করে সবার মধ্যেই এই প্রশ্ন জাগে যে ইউপিএস দিয়ে ফ্যান, লাইট জালানো যাবে কি না।
কিছু ধারনা আছে এই ব্যাপারে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো।

১. সময়ের পার্থক্যঃ
আইপিএস এবং ইউপিএস মধ্যে একটা কমন পার্থক্য হল সময়ের পার্থক্য।
সাধারনত ইউপিএস এ মেইন থেকে ব্যাটারী বা ব্যাটারী থেকে মেইনে পাওয়ার যেতে সময় লাগে ৩ থেকে ৮ মিলি সেকেন্ড। এটা খুবই অল্প সময় এবং এই সময় ব্যবহৃত সামগ্রীতে কোন প্রতিক্রিয়া ফেলতে পারে না।
কিন্তু আইপিএস এ লেগে যায় প্রায় ৫০০ মিলি সেকেন্ড।

২. পাওয়ারঃ
ইউপিএস এর পাওয়ার সাধারনত ২ কেভিএ, আইপিএস এর পাওয়ার হয় প্রায় ১৬ কেভিএ বা এর চেয়ে বেশি এবং এটি ৩ ফেজ হয়।

৩. ভোল্টেজঃ
ইউপিএস এ অটোমেটেড ভোল্টেজ রেগুলেশন হয় এবং এটা সাধারনত ২২০ এ সেট করা থাকে।
কিন্তু আইপিএস এ মেইন ভোল্টেজ এর সমান ভোল্টেজ পাওয়া য়ায়।

৪. কারেন্ট সাপ্লাইঃ
এটাই হল ইউপিএস এবং আই পিএস এর প্রধান পার্থক্য। ইউপিএস এ সাধারনত প্রথমে মেইন থেকে সরাসরি ইউপিএস এ কারেন্ট সাপ্লাই হয়। এই কারেন্ট এসি থেকে ডিসিতে কনভার্ট  হয় এবং ধারাবাহিকভাবে ব্যাটারীকে চার্জ করে। চার্জিত ব্যাটারী থেকে পাওয়ার যায় সাইন ওয়েভ ইনভাটারে যেখানে ডিসি কনভার্ট হয়ে আবার এসি পাওয়া যায়। এই এসি থেকেই আমরা PC তে পাওয়ার পাই। আউটপুট পাওয়ার সম্পুন ডিসি থেকে আসে বলে এর সময় পার্থক্য কখনো পরিবর্তন হয়না। তাই সব সময় ফ্রিকোয়েন্সী অপরিবর্তিত থাকে।

অন্যদিকে আইপিএস এ সরাসরি ইনভাটারে মেইন সাপ্লাই কারেন্ট যায়। এই মেইন সাপ্লাই একই সময়ে আউটপুটেও যায়। অর্থাৎ একই সময়ে মেইন সাপ্লাই ব্যাটারী চার্জ করে এবং আউটপুটে পাওয়ার দেয়। আইপিএস এ একটি সেন্সর এবং রিলে মেকানিজম থাকে যেটি কিনা সব সময়ই চেক করে যে মেইন সাপ্লাই থেকে পাওয়ার আসছে কিনা। যখনই মেইন এ পাওয়ার অফ হয়ে যায় তখনই এটি ট্রিগার করে ব্যাটারী থেকে চার্জ নেয়া শুরু করে।

৫. ওয়েভঃ
সাধারনত মেইন সাপ্লাই কারেন্ট হয় একশত ভাগ সাইন ওয়েভ। কিন্তু ইউপিএস এর আউটপুট দেখতে কিছুটা স্কয়ার ওয়েভের মত।
অন্যদিকে আইপিএস এর আউটপুট দেখতে অনেকটা স্টেপ ওয়েভ এর মত। কোনটিরই পিওর সাইন ওয়েভ পাওয়া যায় না বলেই আইপিএস এ ইন্ডাক্টিভ লোডের ক্ষতি হয়।
এই কারনে যারা আইপিএস যারা চালান তাদের ঘন ঘন রেগুলেটর নষ্ট হয় বলে শোনা যায়।

৬. মেকানিজমঃ
ইউ পিএস এর মেকানিজম আইপিএস এর চেয়ে
অনেক ব্যয় বহুল এবং জটিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের সনদের মান কিসের সমমান ?"

ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর