ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

০১। রীলে:
রীলে এমন একটি সয়ংক্রীয় ডিভাইস, যা বৈদ্যুতিক সার্কিট এ কোন ফল্ট সংঘটিত হলে, সার্কিট এর প্রটেকটিভ ডিভাইস গুলোকে সয়ংক্রীয় ভাবে অপারেট করে এবং ফল্টযুক্ত অংশ কে ফল্টবিহীন অংশ হতে আলাদা করে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
.
০২। ১০ টি রিলের নাম:
A। প্রাইমারি রিলে
B। সেকেন্ডারি রিলে
C। ডিরেকশনাল রিলে
D। ডিফারেন্সিয়াল রিলে
E। থার্মাল রিলে।
F। ইলেক্ট্র থার্মাল রিলে
G। রিভার্স পাওয়ার রিলে
H। সলিনয়েড এন্ড প্লাঞ্জার রিলে
I। ডিসট্যান্স রিলে
J। ওভার ভোল্টেজ ও ওভার কারেন্ট রিলে

০৩। রিভার্স পাওয়ার রীলে:
প্যারালেল অপারেশনে কোন অল্টারনেটরের
ইনপুট কোন কারনে বন্ধ হলে বা অন্য কোন
ত্রুটিতে ঐ অলটারনেটর যদি বাসবার হতে পাওয়ার নেয় অর্থাৎ উল্টাদিক হতে পাওয়ার নিয়ে
অল্টারনেটরটি মোটর হিসাবে কাজ করে তখন যে
রিলের মাধ্যমে প্রটেকশন দেয়া হয় তার নাম রিভার্স পাওয়ার রীলে। এ রকম অবস্থায় রিভার্স পাওয়ার রীলে এনারজাইজড হয় এবং ঐ অল্টারনেটরের সার্কিট ব্রেকার ট্রিপ করে সিস্টেমকে রক্ষা করে।
.
০৪। থার্মাল রীলে:
যে রীলে কারেন্ট বৃদ্ধির ফলে তাপমাত্রা বৃদ্ধিতে সাড়া দেয়, তাকে থার্মাল রীলে বলে।
এটা সাধারণত মোটর কন্ট্রোল সার্কিট, ব্যালান্স এবং আন-ব্যালান্স থ্রি-ফেজ সার্কিটে ব্যবহার করা হয়।
.
০৫ডিফারেনশিয়াল রীলে:
ডিফারেনশিয়াল রীলে এমন এক ধরনের ডিভাইস, যা দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল মান বা দিকের
ভেক্টর পার্থক্য, যখন একটি আগে থেকেই
নির্ধারিত মানের চেয়ে বেশি বা কম হয় তখন এই
রীলে কাজ করে সিস্টেমকে বা ইলেকট্রিক্যাল
যন্ত্রকে রক্ষা করে।
.
০৬। HRC ফিউজ:
HRC= High Rupturing Capacity । উচ্চ কারেন্ট প্রবাহিত হয় এরকম লাইনে যে ফিউজ ব্যবহার হয় সেগুলো HRC ফিউজ। এতে চিনা মাটির তৈরি কেসিং এর মধ্যে ফিউজ তার সংযুক্ত থাকে। ফিউজ তারের চারদিকে বালু বা চক পাউডার এবং কেসিং এর দু-মাথায় দুটি পিতলের
ঢাকনা থাকে। ফিউজ তার উভয় ঢাকনার সাথে সংযুক্ত থাকে।
.
০৭। বুখলজ রীলে:
ট্রান্সফরমারের বিভিন্ন ত্রুটির প্রটেকশন ও
সতর্কীকরণ ব্যবস্থার জন্য ট্রান্সফরমার ট্যাংক ও
কনজারভেটর এর মাঝে পাইপে যে রীলে
বসানো থাকে সেটাই বুখলজ রীলে। ত্রুটিজনিত
অতিরিক্ত কারেন্ট হতে সৃষ্ট উত্তাপে ট্রান্সফরমার
ট্যাংকে যে গ্যাসের সৃষ্টি হয়, তার চাপেই এই
রীলে কাজ করে থাকে। অর্থাৎ শুধুমাত্র অয়েল
কুলিং ট্রান্সফরমারে এই রীলে ব্যবহৃত হয়।
.
০৮। আর্থিং সুইস কি?
ট্রান্সমিশন লাইন রক্ষণাবেক্ষণের সময় লাইনে
বিদ্যমান চার্জিং কারেন্টকে মাটিতে পাঠানোর জন্য
যে সুইস ব্যবহৃত হয় সেটি আর্থিং সুইস (ES) নামে
পরিচিত। আগে আইসোলেটর দিয়ে সার্কিট ডিসকানেক্ট করে আর্থ সুইস দ্বারা লাইনকে আর্থের সাথে সংযোগ করা হয়।
.
০৯। ওয়েভ ট্রাপ কি?
সাব-স্টেশনে ব্যবহৃত ক্যারিয়ার সরঞ্জামাদির মধ্যে
ওয়েভ ট্রাপ অন্যতম একটি ডিভাইস, যার মাধ্যমে
ট্রান্সমিশন লাইনের ওয়েভকে ফিল্টার করা হয়।
পাওয়ার লাইনের মাধ্যমেই কমুনিকেশনভফ্রিকুয়েন্সিও পাঠানো হয়, পরবর্তীতে এই ওয়েভ ট্রাপ দিয়ে কমুনিকেশন ফ্রিকুয়েন্সিকেভআলাদা করে শব্দ শক্তিতে রুপান্তর করে টেলিফোন বা যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করা হয়।
.
১০। সার্জ ভোল্টেজ কি?
পাওয়ার সিস্টেমে হঠাৎ করে খুব অল্প সময়ের
জন্য অস্বাভাবিক ভোল্টেজ বৃদ্ধিকে সার্জ
ভোল্টেজ বলে।
একে ট্রানজিয়েন্ট ভোল্টেজও বলে।
.
১১। কারেন্ট লিমিটিং রিয়াক্টর:
কারেন্ট লিমিটিং রিয়াক্টর বা বিদ্যুৎ সীমিত করন রিয়াক্টর যথেষ্ট ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স বিশিষ্ট এক ধরনেরভইন্ডাকটিভ কয়েল। শর্ট সার্কিট অবস্থায় কারেন্টের পরিমাণকে সীমিত রেখে ফল্ট কারেন্টের বিপদমাত্রা নিরাপদ সীমায় নিয়ে আসার জন্য এই রিয়াক্টর লাইনের সাথে সিরিজে সংযোগ করা হয়।
.
১২। লোড শেডিং:
যখন চাহিদার তুলনায় উৎপাদিত বিদ্যুৎ এর পরিমান কম হয়, তখন কোন কোন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়, যাতে ওভার লোডে পুরো সিস্টেম বন্ধ হয়ে না যায়। এ ব্যবস্থাকে লোড শেডিং বলে।
.
১৩। লোড শেয়ারিং:
একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উপর অর্পিত সকল লোড বিভিন্ন প্লান্টের সকল জেনারেটরের মধ্যে যুক্তিযুক্ত ভাবে বন্টন করাকে লোড শেয়ারিং বলে।
.
১৪। ‘ j ‘ operator কাকে বলে?
একটি operator যার মান √-1 কোন ভেক্টরের সহিত মাল্টিপ্লাইং ফ্যাক্টর হিসাবে ব্যবহৃত হয়ে উক্ত ভেক্টর এর ৯০০ বামাবর্তে ঘূর্ণন নির্দেশ করে তাকে ‘ j ‘ operator বলে।
.
১৫। ওহমের সূত্র:
ওহমের সুত্রঃ স্থির তাপমাত্রায় কোন বর্তনীর মধ্য
দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়, তাহা ঐ বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সহিত সরাসরি সমানুপাতিক এবং রেজিস্টেন্সের সহিতচ
উল্টানুপাতিক।
অর্থাৎ I αV or I α1/V or I =V/R.
.
১৬। কারশফের সূত্র:
কারশফের কারেন্ট সুত্র (KCL) কোন বৈদ্যুতিক
নেটওয়ার্কের এক বিন্দুতে মিলিত কারেন্ট
সমুহের বীজগাণিতিক যোগফল শুন্য অথবা কোন
বিন্দুতে আগত কারেন্ট = নির্গত কারেন্ট।
কারশফের ভোল্টেজ সুত্র (KVL) কোন বদ্ধ
বৈদ্যুতিক নেটওয়ার্কের সকল ই.এম.এফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল
শুন্য।
.
১৭। ফ্যারাডের সূত্র:
প্রথম সুত্রঃ একটি তার বা কয়েলে ই. এম. এফ
আবিষ্ট হয় তখন, যখন উক্ত তার বা কয়েলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক বল রেখার পরিবর্তন ঘটে।
.
দ্বিতীয় সুত্রঃ আবেশিত বিদ্যুচ্চালক বল এর পরিমান চৌম্বক বল রেখার পরিবর্তনের হারের সাথে সরাসরি সমানুপাতিক।
-
উপরোক্ত সূত্র দুটি একত্রে এভাবে লেখা যায়ঃ
একটি পরিবাহী এবং একটি চৌম্বক ক্ষেত্রে
আপেক্ষিক গতি যখন এরুপভাবে বিদ্যমান থাকে যে, পরিবাহীটি চৌম্বক ক্ষেত্রটিকে কর্তন করে, তখন পরিবাহিতে আবেশিত একটি বিদ্যুচ্চালক বল সংঘটিত কর্তনের হারের সাথে সমানুপাতিক।
.
১৮। লেনজের সূত্র লিখ।
আবেশিত বিদ্যুচ্চালক বলের কারনে পরিবাহী তারে প্রবাহিত আবেশিত কারেন্ট পরিবাহী তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, যা দারা আবেশিত কারেন্টের উৎপত্তি, উহাকেই (অর্থাৎ
পরিবর্তনশীল ফ্লাক্স) এ (সৃষ্ট চৌম্বক ক্ষেত্র) বাধা
প্রদান করে । যেখানে পরিবাহী স্থির এবং চৌম্বক
ক্ষেত্র গতিতে থাকে সেখানে লেনজের সূত্র ব্যবহার হয়।
.
১৯। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল কি?
দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও মধ্যমাকে
পরস্পর সমকোণে রেখে বিস্তৃত করলে যদি
তর্জনী চৌম্বক বলরেখার অভিমুখ এবং বৃদ্ধাঙ্গুলি
পরিবাহী তারের ঘূর্ণনের অভিমুখ নির্দেশ করে,
তবে মধ্যমা পরিবাহিতে প্রবাহিত আবেশিত
কারেন্টের অভিমুখ নির্দেশ করেবে। ইহাই ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল। যেখানে চৌম্বক ক্ষেত্র স্থির এবং পরিবাহী গতিতে থাকে, সেখানে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল ব্যবহার করা হয়।
.
২০। মিউচুয়াল ফ্লাক্স কাকে বলে?
পাশাপাশি অবস্থিত দুটি কয়েলের একটিতে কারেন্ট প্রবাহের ফলে সৃষ্ট ফ্লাক্সের যে অংশবিশেষ
অন্যটিতে সংশ্লিষ্ট হয়, তাকে মিউচুয়াল ফ্লাক্স বলে।
.
২১। এডি কারেন্ট:
যখন একটি বৈদ্যুতিক চুম্বকের কয়েলের মধ্যে
দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবর্তিত হতে থাকে, তখন
চৌম্বক ক্ষেত্রও পরিবর্তিত হতে থাকে। এই
পরিবর্তনশীল ফ্লাক্স কয়েলের তারকে কর্তন
করে, ফলে কয়েলে একটি ভোল্টেজের
সৃষ্টি হয়। একই সময়ে এই ফ্লাক্স লৌহ দণ্ডকেও
কর্তন করে। ফলে এই লৌহ দণ্ডেও ভোল্টেজের সৃষ্টি হয়। এই ভোল্টেজের কারনে লৌহ দণ্ডে একটি কারেন্ট আবর্তিত হতে থাকে, এই আবর্তিত কারেন্টকেই এডি কারেন্ট বলে।
.
২২। স্যাগ:
দুইটি পোল বা টাওয়ারের মধ্যে কন্ডাকটর লাগানোবহলে কন্ডাকটরটি কিছুটা ঝুলে পড়ে। পোল বা টাওয়ার দুইটির যে বিন্দুতে কন্ডাকটর লাগানো হয়েছে সেই বিন্দু দুইটির সংযোগকারি কাল্পনিক রেখা হতে কন্ডাকটরটির সর্বোচ্চ ঝুলকে স্যাগ (SAG) বা ঝুল বলে।
.
২৩। তার ও ক্যাবল:
তার খোলা বা হালকা ইন্সুলেশন যুক্ত হয় এবং সলিড বা স্ট্রান্ডেড হয়, কিন্তু ক্যাবল সব সময় ইন্সুলেটেড ও স্ট্রান্ডেড হয়।
.
২৪। A.C.S.R ক্যাবল:
একে Steel cored aluminium-ও বলে। উচ্চ
ভোল্টেজ পরিবহন করার জন্য অ্যালুমিনিয়াম
কন্ডাকটরের কেন্দ্রে প্রলেপ যুক্ত ষ্টীল কোর ব্যবহার করে A.C.S.R তার তৈরি করা হয়। এতে অ্যালুমিনিয়াম তারের টান সহন ক্ষমতা বৃদ্ধি পায়।
.
২৫। লাইটিং এরেস্টার:
লাইটনিং এরেস্টার বা সারজ ডাইভারটার এক ধরনের ইলেকট্রিক্যাল প্রটেকটিভ ডিভাইস, যা পাওয়ার সিস্টেমে হাই ভোল্টেজকে বা সারজ ভোল্টেজকে সরাসরি মাটিতে প্রেরন করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের সনদের মান কিসের সমমান ?"

IPS এবং UPS এর মধ্যে পার্থক্য: